Breaking News
Loading...

SEO (Search Engine Optimization) | এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান) কি

এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান) কি?

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা সংক্ষেপে এসইও হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপৃষ্ঠাকে অনুসন্ধান ইঞ্জিন ব্যবহারকারীদের অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা বা সর্বোচ্চকরন করা যাতে এটি অনুসন্ধান করলে ফলাফলে প্রায়শই দেখা যায়।


{getToc} $title={Table of Contents}


সার্চ ইঞ্জিন কত প্রকার?

সার্চ ইঞ্জিন প্রধানত ৩ প্রকার। যেমনঃ 


1. প্রাইমারি সার্চ ইঞ্জিন।

2. সেকেন্ডারি সার্চ ইঞ্জিন। 

3. টার্গেটেড সার্চ ইঞ্জিন।


আমরা যে সার্চ ইঞ্জিন ব্যবহার করি সেটা মূলত প্রাইমারি সার্চ ইঞ্জিনের আওতায় পরে।


কিভাবে এসইও করবেন?

কিভাবে এসইও করবেন কথাটি শুনে হয়ত ভাবছেন এখনি সবকিছু জেনে যাবেন। আসলে কিভাবে এসইও করতে হয় সেটির সহজ বা সংক্ষিপ্ত কোন উপায় নেই। এসইও হচ্ছে চলমান গতানুগতিক পরিবর্তনশীল বিশাল একটি প্রক্রিয়া। যার বেশীরভাগ বিষয়ই সবসময় আপডেট ও পরিবর্তন হতে থাকে। তবে আপনি যদি এসইও সম্পর্কিত বেসিক বিষয়গুলো ভালভাবে জানেন ও বুঝেন, তাহলে সময়ের সাথে সাথে যতই পরিবর্তন হউক না কেন পরিবর্তনের সবকিছুই আপনি সহজে বুঝতে পারবেন। সেই জন্য আপনাকে SEO এর মূল বিষয়গুলি অবশ্যই কোন ভাল একজন অভীজ্ঞ লোক বা প্রতিষ্ঠানের নিকট হতে শিখে নিতে হবে। সকলের প্রথমিক ধারনা নেওয়ার জন্য এসইও বেসিক কিছু ধাপ শেয়ার করে দিচ্ছি।


Seo করে কত টাকা আয় করা যায়

মাসে ২০০০০ থেকে ৩০০০০ আয় ।। SEO বর্তমানের ইন্টারনেট দুনিয়ার অন্যতম বহুল পরিচিত শব্দ। SEO এর পূর্ণ রূপ হলো Search Engine Optimization (SEO) এর প্রধান কাজ হলো আপনার ওয়েবসাইট বা ব্লগকে গুগলে টপ র‍্যাংকিং করা।


সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম কী ?

1. Google

2. Bing

3. Yahoo

4. Baidu

5. DuckDuckGo

6. Yandex

7. Ask

8. Wolframalpha

9. Wolframalpha

10. Search

11. Dogpile

12. xquick

13. Excite

14. Info


One Page SEO কি?

বর্তমান এই প্রতিযোগিতার যুগে ব্লগিং এর জন্য সফল ক্যারিয়ার তৈরি করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়াছে। কারণ, বর্তমানে ইন্টারনেটে যেকোনো বিষয়, টফিক বা নিশ (niche) নিয়ে হাজার হাজার ভালো ভালো কনটেন্ট (content) সহজে পাচ্ছেন ভিজিটর্সরা।


এজন্য আপনি যদি search engine optimization এর সম্পর্কে সর্তক না হন তাহালে ব্লগে গুগল সার্চ থেকে ভিজিটর্স বা ট্রাফিক আসা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে।


তাই আপনি যদি কিওয়ার্ড রিচার্স করে ভালো ভালো ইউনিক কনটেন্ট লিখে সঠিক ভাবে এসইও টেকনিক গুলোর ব্যবহার করেন তাহালে গুগল সার্চ থেকে ভালো পরিমানে ট্রাফিক পেতে পারেন। মনে রাখবেন, On Page SEO যতো ভালো ভাবে করতে পারবেন ততো বেশি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর্স পাবার সম্ভবনা থাকবে।


মূলত অন পেজ এসইও এর কাজ হলো বিভিন্ন মাধ্যমে আপনার ব্লগ বা ওয়েবসাইটের কনটেন্ট গুলোকে সার্চ ইঞ্জিন গুলোর জন্য অপটিমাইজ করা। আর এই অপটিমাইজ টেকনিক গুলো শুধুমাএ ব্লগের মধ্যে সীমিত থাকে। আর এই ব্লগ বা ওয়েবসাইটের মধ্যে সীমিত থাকা সেই seo techniques  ব্যবহার করা যেতে পারে এবং সে গুলোকে বলা হয় On Page SEO techniques.


এর ফলে সার্চ ইঞ্জিন গুলো আপনার ব্লগের বিষয়, তথ্য এবং কনটেন্ট গুলোকে ভালো ভাবে বুঝতে পারে। আসলে এখানে On Page SEO কি? বা কাকে বলে সেটা আরো ভালো ভাবে জানার জন্য SEO মানে কি এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে।


অফ পেজ এসইও (off page SEO) কি?

আমরা যদি অন পেজ এসইও এর কথা বলি তাহালে ব্লগের আর্টিকেল গুলোকে সেরা ও ভালো মানের বানানোর চেষ্টা করি। যাতে গুগল সার্চ ইঞ্জিনে আর্টিকেলটি পছন্দ করে। on page seo এর কাজ হলো নিজের ব্লগের মধ্যে অপটিমাইজ করার টেকনিক।


সত্তি কথা বলতে ব্লগিং করার জন্য off page seo করার থেকে on page seo এর গুরুত্ব অনেক বেশি। আর এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। কারণ বলা হয় কনটেন্ট ইজ কিং (content is king).

উপসংহার:

সার্চ ইঞ্জিন মূলত একটি ওয়েব অনসন্ধান ইঞ্জিন বা সফট্‌ওয়্যার প্রোগ্রাম যা তথ্য জমা করে এবং প্রয়োজনের সময় সেই তথ্য প্রদান করে। সার্চ ইঞ্জিন একটি স্প্রিপ্টের মাধ্যমে রান হয় এবং নেট দুনিয়ায় ঘুরে বেড়ায়। এটিকে আপনি একটি মাকড়সার সাথে তুলনা করতে পারেন যা পুরো নেট দুনিয়ায় নিজের জাল ছড়িয়ে রাখে তথ্য সংগ্রহের জন্য।

Post a Comment

0 Comments