গ্রামীণফোনে ২০ টাকার নিচে রিচার্জ করা যাবে না
বৃহত্তম টেলিকম অপারেটর গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য রিচার্জের ন্যূনতম সীমা বাড়িয়েছে। এখন থেকে অপারেটরের গ্রাহকদের ন্যূনতম টাকা রিচার্জ করতে হবে ২০ টাকা।
এই পরিবর্তনের আগে গ্রাহকরা সর্বনিম্ন টাকা রিচার্জ করতে পারতেন ১০ টাকা। গ্রামীণফোনের সূত্র জানিয়েছে যে অপারেটর ইতিমধ্যে গ্রাহকদের সাথে এসএমএসের মাধ্যমে এই পরিবর্তনের সাথে যোগাযোগ করা শুরু করেছে।
২০
টাকার কম রিচার্জ না করা গেলেও
গ্রামীণফোনের ৯ টাকা,
১০
টাকা ও ১৯ টাকার স্ক্র্যাচ
কার্ডগুলো আগের মতই ব্যবহার
করা যাবে।


0 Comments