Breaking News
Loading...

নতুন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান

নতুন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান

 

দেশে ২ হাজার ৬১৮টি নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এর মধ্যে ৮৫টি কারিগরি এবং বাকিগুলো মাধ্যমিক।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমপিও নিবন্ধনের বিষয়টি জানানো হয়।

শিক্ষামন্ত্রী দীপু মনি দুপুর ১টায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমপিও ইস্যুতে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

প্রসঙ্গত, এমপিওভুক্ত হলে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতার সরকারি অংশ পান।

মাধ্যমিক

নিম্ন-মাধ্যমিক

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

উচ্চ মাধ্যমিক কলেজ

ডিগ্রী কলেজ

 

এমপিওভূক্ত শিক্ষকদের নামের তালিকা দেখার নিয়ম 

প্রথমে এই লিংকে ক্লিক করুন http://www.dshe.gov.bd/search_up.php

এর ধর ক্রমান্বয়ে ধাপ গুলো পুরণ করুন। District এ ক্লিক করে ড্রপ ডাউন থেকে আপনার জেলা বেছে নিন।তার পর ডানে তাকান উপজেলা বেছে নিন। এর পর নিচে আশুন এবার Category থেকে আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন স্কুল/কলেজ/মাদ্রাসা/ভোকেশনাল তা সিলেক্ট করুন। ডানে তাকান ; স্কুল হলে জুনিয়র স্কুলনা হাই স্কুল এবার সিলেক্ট করুন।


নিচে আসুন অটোমেটিক আপনার উপজেলা সব শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা চলে আসবে। এবার যাকরতে হবে : Fiscal Year -এ ক্লিক করে ২০১৩-২০১৪ সিলেক্ট করুন। এবার বছর : ২০১৩ এবং মাস : জুলাইদিন।

আপনার কাজ মোটামুটি শেষ। তাই সার্চ-এ ক্লিক করুন।

Post a Comment

0 Comments